ন্যাভিগেশন মেনু

জীবননগর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার দিলো অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটার দিয়েছে অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ।

আজ শনিবার (৭ আগস্ট) বেলা ১২টায় অ্যাসোসিয়েশনের সভাপতি মীর্জা আশিক রানা জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আখতারের কাছে ৫টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্লোমিটার হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন - জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, উপজেলা (ভূমি) কর্মকর্তা মো.মহিউদ্দীন, অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেটওয়ার্ক সেক্রেটারি হাফিজ হাসান সোহাগ, অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ইশরাত আরেফিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিপা প্রমুখ। 

অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশের সভাপতি মির্জা আশিক রানা বলেন, দেশব্যাপী করোনা মহামারির বিরুদ্ধে যে যুদ্ধ চলছে আমরাও সে যুদ্ধের সারথী। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবার করোনার বড় ধাক্কা লেগেছে। এজন্য আমরা পিছিয়ে পড়া সীমান্তবর্তী জীবননগর উপজেলাকে বেছে নিয়েছি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা চলবে দেশব্যাপী।'

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দেওয়া উপহার জীবননগর উপজেলায় করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ আরও ত্বরান্বিত করবে। আমরা অ্যাসোসিয়েশনকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এসকে/এডিবি/