ন্যাভিগেশন মেনু

জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টিম পুলা বিজয়ী


চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা টিম পুলা এবং টিম কাচারী পাহাড়ের মধ্যে অনুষ্ঠিত হয়।

খেলার শুরুতে টিম পুলার খেলোয়াড় সাদ্দাম হোসেন গোল দিয়ে টিম পুলাকে এগিয়ে নিয়ে গেলেও দ্বিতীয়ার্ধের খেলায় কাচারী পাহাড়ের খেলোয়াড় নজরুল ইসলাম গোল দিয়ে খেলায় সমতা ফিরিয়ে আনেন। টান টান উত্তেজনায় উক্ত খেলা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়। ট্রাইবেকারে টিম পুলা ৪-২ গোলে কাচারী পাহাড়কে হারিয়ে জয়লাভ করে। মাসব্যাপী ধরে চলতে থাকা মেডিকেল কলেজ মাঠে ক্রিকেট এবং ফুটবল খেলার আজ পরিসমাপ্তি ঘটে। গত ১৭ ডিসেম্বর ক্রিকেট খেলা উদ্বোধনের মধ্যে দিয়ে প্রতি বছরের ন্যায় বিজ্ঞ আইনজীবীদের অংশগ্রহণে বার্ষিক আন্তঃ আইনজীবী ক্রীড়া প্রতিযোগীতা আরম্ভ হয়। 

ক্রিকেট খেলায় এবারের আসরে সর্বোচ্চ ২২টি দল অংশগ্রহণ করে এবং ফুটবল খেলায় মোট ৯টি দল অংশগ্রহণ করে। 
 টুর্ণামেন্ট উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাহেনা আকতার, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ.এস.এম. বদরুল আনোয়ার, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাাখেন সমিতির সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ।

মাসব্যাপী ধরে চলতে থাকা খেলা পরিচালনায় ছিলেন সমিতির ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক। প্রতি বছর অবকাশকালীন সময়ে অর্থাৎ ডিসেম্বর মাসে আইনজীবী সমিতি আউটডোর খেলার আয়োজন করে। 
এসব খেলা আইনজীবীদের পেশাগত ব্যস্ততার মাঝেও মন মানসিকতার বিকাশে গুরুর্ত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীরা পেশাগত দায়িত্বের পাশাপশি মন মানসিকতা উন্নত রাখার জন্য প্রতিনিয়ত ক্রীড়া চর্চার সাথে সম্পৃক্ত হচ্ছে। শরীরের সুস্থতা এবং মনের বিকাশের জন্য ক্রীড়াঙ্গন তথা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকলেই শরীর সুস্থ থাকে এবং প্রত্যেকটি কাজে সফলতা আসে। মাসব্যাপী খেলায় অংশগ্রহণে সমিতির বিজ্ঞ আইনজীবীদের মধ্যে এক সৌহাদ্যপূর্ণ সর্ম্পক গড়ে উঠে। সমিতির ক্রীড়ামোদী বিজ্ঞ আইনজীবীগণ স্বর্তস্ফুতভাবে উক্ত খেলায় অংশগ্রহন করে যাচ্ছে। ফাইনাল খেলায় ক্রীড়া সম্পাদক মো. ওমর ফারুক খেলা শেষে উপস্থিত দর্শক এবং খেলোয়াড়দের অংশগ্রহণে  কুইজ ও পাজল প্রতিযোগীতার আয়োজন করেন। 

খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক এ.এস.এম. বজলুর রশিদ। এ সময় কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহসভাপতি আবদুল হক, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, অর্থ সম্পাদক মোশারফ হোছাইন, পাঠাগার সম্পাদক মোহাম্মদ ফখরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক অলি আহমদ, নির্বাহী সদস্য যথাক্রমে মোহাম্মদ জাহেদ হোসেন, জামশেদ আলম, মো. ইকবাল হোসাইন, মো. সাদ্দাম হোসেন, মনজুর আলম, সাজেদা বেগম (সাজু), ইসরাত জাহান মুকুল, মিনহাজ উদ্দিন, রানা মিত্র, আবিদা সুলতানা (শারমিন), ফারজানা হাকিম চৌধুরীসহ সমিতির সাবেক সভাপতি ও সাধারণসম্পাদকবৃন্দ সহ বিপুল সংখ্যক বিজ্ঞ আইনজীবী ও দর্শক উপস্থিত ছিলেন। 

খেলায় ধারা ভাষ্যকার হিসেবে ছিলেন সমিতির সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বেলাল এবং সমিতির বিজ্ঞ সদস্য মিজানুর রহমান সামি। খেলাসমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ারর্স এন্ড স্কোরার এসোসসিয়েশন ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা এবং বাফুফের রেফারিগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।