জয় দিয়ে ফরাসি ওপেন শুরু করলেন রজার ফেদেরার। দুই বছর পর কোর্টে নেমে ডেনিস ইস্তোমিনকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠলেন এই সুইস তারকা। মেয়েদের সিঙ্গেলসে নিজের প্রথম ম্যাচে জয় পেয়েছেন সেরেনা উইলিয়ামস।
২০১৯ সালের পর রোলাঁ গারোতে খেলেননি ২০ গ্র্যান্ড ম্ল্যামের মালিক রজার ফেদেরার। অবশেষে ফরাসি ওপেনে ফিরলেন সুইজারল্যান্ডের এ টেনিস মহাতারকা।
এদিন ফেদেরারের পক্ষে ম্যাচের ফল ৬-২, ৬-৪, ৬-৩ সেটে। ফরাসি ওপেনে নতুন মিশন জয় দিয়ে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ২৩বারের মেজর ট্রফি চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসও। মার্কিন এ কিংবদন্তি জিতেছেন অবশ্য ঘাম ঝরিয়ে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭-৬ (৮-৬) ও ৬-২ গেমে হারান রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে।
৩৯ বছর বয়সী সেরেনা উইলিয়ামস রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী অস্ট্রেলিয়ান টেনিস তারকা মার্গারেট কোর্টের চেয়ে ১টি শিরোপা পেছনে রয়েছেন। আর একটিমাত্র শিরোপা জিততে পারলেই কোর্টকে ছুঁয়ে ফেলবেন তিনি। ২টি জিতলে তো কথাই নেই, ইতিহাসে এককভাবে নিজের নামটি লিখে ফেলবেন তিনি।
সে লক্ষ্যেই এবারের ফ্রেঞ্চ ওপেন খেলতে নেমেছেন ৩টি ফ্রেঞ্চ ওপেন জয়ী এই মার্কিন টেনিস তারকা। ক্যামেলিয়া বেগুর বিপক্ষে প্রথম সেটে একসময় ৫-২ ব্যবধানে এগিয়ে ছিলেন সেরেনা; কিন্তু এরপর খেলায় ফিরে আসেন তার প্রতিদ্বন্দ্বী। দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৬-৪ ব্যবধানে এগিয়ে যান বেগু।
২০১৭ চ্যাম্পিয়ন লাটভিয়ার জেলেনা ওস্তাপেঙ্কো হেরে গেলেন ২০২০ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সোফিয়া কেনিনের কাছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কেনিনের পক্ষে ম্যাচের ফল ৬-৫, ৪-৬, ৬-৩।
ওআ/