ন্যাভিগেশন মেনু

ঝিনাইদহে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১২


ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।

ঝিনাইদহে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহতদের মধ্যে যশোর সদর হাসপাতালে আরও একজন মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামে।

এর আগে বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, খুলনা থেকে রূপসা বাস যাত্রী বোঝায় করে কুষ্টিয়া দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বারবাজার এলাকায় পৌঁছালে গাড়ির সামনের চাকা পাংচার হলে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার উপরে উল্টে যায়। এসময় ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পণ্যবাহী একটি ট্রাক উল্টে থাকা বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, ঘটনাস্থলেই মারা যান নারী ও শিশুসহ বাসের ৯ যাত্রী। এ নিয়ে হাসপাতালে মারা যান আরও ৩ জন। এদের মধ্যে ৫ জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র ছিল। কলেজে পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিল।

তারা হলেন- কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের হারুন অর রশিদ সোহাগ (২৫), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মুস্তাফিজুর রহমান কল্লোল (২৪) সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ইউনুস আলী (২৬)।

ওয়াই এ/ওআ