ন্যাভিগেশন মেনু

টুঙ্গিপাড়ায় দুস্থদের মাঝে খাদ্যসহায়তা ও চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসহায়তা প্রদান এবং বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় টুঙ্গিপাড়া হেলিপ্যাডে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে ১৫০ জন অসহায় ও দুস্থদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৮৮ পদাতিক বিগ্রেডের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান।

এরপর সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত গিমাডাঙ্গা-টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের নির্দেশনায় ৮৮ পদাতিক বিগ্রেডের ব্যবস্থাপনায় টুঙ্গিপাড়া স্বাস্থ্যকমপ্লেক্স ও ৪১ ফিল্ড অ্যাম্বুলেন্সের সহযোগিতায় ১৪ ইস্ট বেঙ্গল কর্তৃক দিনব্যাপী (সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত) এ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।

সামরিক ও বেসামরিক ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মোট ২৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

পরে প্রধান অতিথি বলেন,  গোপালগঞ্জের বাকী ৪টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যায়ক্রমে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সর্বমোট ১ হাজার ৫০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হবে। এছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জামাদির ব্যবস্থা হলেই এ ধরনের মেডিক্যাল ক্যাম্পেইন আরও করা হবে।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ১৪ ইস্টবেঙ্গল-এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলম, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মো. সোলায়মান বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর/এডিবি/