ন্যাভিগেশন মেনু

তালিবানের হাত থেকে রক্ষা পেতে দেশ ছেড়েছেন সালমানের সহ-অভিনেত্রী


আফগানিস্তান তালেবানদের দখলে যাওয়ার পর থেকেই আশঙ্কায় ভুগছেন বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে নারীদের মধ্যে এই আতঙ্ক আরও বেশি দেখা দিয়েছে।

দেশ ছেড়ে পালিয়েছিলেন হাজার হাজার মানুষ। সেই মানুষের ভিড়ে ছিলেন বলিউডের ভাইজান সালমান খানের সহ-অভিনেত্রী ওয়ারিনা হোসেন। কাবুলসহ প্রায় গোটা আফগানিস্তানকে ফের তালেবানের কবলে যেতে দেখে সেই আতঙ্ক ঘিরে ধরেছে তাকেও। মনে পড়ছে ২০ বছর আগের কথা।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই জানালেন ‘লাভযাত্রী’র নায়িকা। ২০ বছর আগে তালেবানের হাত থেকে বাঁচতে ওয়ারিনার গোটা পরিবার সে দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। তারপর থেকে এই দেশকেই নিজের দেশ হিসেবে ভালবাসেন ওয়ারিনা। কিন্তু আফগানিস্তানের কথা মনে পড়ে তার। সপরিবার বনভোজন করার দিনগুলি ভেসে ওঠে তার চোখের সামনে। কাবুলের মনোরম বসন্তে কতো সুন্দর সময় কাটাতেন তারা!

ওয়ারিনা সেই দিনগুলোর সঙ্গে এখনকার সময়কে তুলনা করে বললেন, ‘এখন সে দেশে শুধু শোষণ এবং অত্যাচারের বাতাস বইছে। আগের মত‌ো সুন্দর আফগানিস্তান বোধহয় আর ফিরবে না।’

ওয়ারিনা এখন সে দেশের জনসাধারণের কথা ভেবে আতঙ্কিত। বলেন, ‘ফের শরণার্থীর সংখ্যা বাড়বে। আমি জানি, এতো মানুষকে জায়গা দেওয়া সম্ভব নয় কোনও দেশের পক্ষেই।

কিন্তু তাও আমি অনুরোধ করব সমস্ত রাষ্ট্রনেতাকে, এই কঠিন সময়ে আফগানদের পাশে দাঁড়ান। আমি চাই না আফগান মহিলারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করুন। আমি সৌভাগ্যবান যে ভারত সে সময়ে আমাকে ও আমার পরিবারকে গ্রহণ করেছিল।’

‘লাভযাত্রি’ ছাড়াও সালমান খানের ‘দাবাং থ্রি’ ছবিতে আইটেম গানে অংশ নেন ওয়ারিনা। অভিনয় করেছেন এ আর রহমানে ’৯৯ সংস’ ছবিতে। হাতে আছে দক্ষিণ ভারতীয় ছবি।

ওআ/