ন্যাভিগেশন মেনু

তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী


যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কাবুলের আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আমেরিকান ও আফগান মিত্রদের বিমানে করে সরিয়ে নেওয়ার পাশাপাশি তালেবানের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে পেন্টাগন।

ভয়েস অব আমেরিকা জানায়, মঙ্গলবার (১৭ আাগস্ট) পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি সাংবাদিকদের বলেন, বিমানবন্দরে আমাদের অপারেশনের ক্ষেত্রে তালেবানদের পক্ষ থেকে কোনও প্রতিবন্ধকতা নেই।

তিনি আরও বলেন, বিমানবন্দরে থাকা আমাদের কমান্ডাররা বিমানবন্দরের বাইরে মাঠ পর্যায়ে থাকা তালেবান কমান্ডারদের সঙ্গে যোগাযোগ করছেন, যা দিনে কয়েকবার ঘটেছে।

তালেবান বিদ্রোহীরা ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের নেতৃত্ব দেয়। যুক্তরাষ্ট্র এবং ন্যাটো বাহিনী ২০০১ সালে তালেবানকে উৎখাত করেছিল।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান আফগানিস্তান দখল করে নেয়।

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বিশ্বের সামনে নিজেদের তুলে ধরতে শুরু করেছেন তালেবানের নেতারা।

তালেবানের এক জ্যেষ্ঠ নেতা রয়টার্সকে জানান, ‘এখন আর লুকোছাপার কিছু নেই।’

গত ২০ বছর ধরে এই নেতারা যেভাবে আত্মগোপনে থাকতেন, এটা তার একেবারেই বিপরীত।

সিবি/এডিবি/