ন্যাভিগেশন মেনু

তাড়াশে আমন ধান রোপণে ব্যস্ত কৃষক


তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে উঁচু জমিগুলোতে আমন জাতের ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর বন্যার পানি না আসায় ফসলি জমিতে আমন ধান রোপণে ঝুঁকছেন তারা।

তাড়াশ উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্যমতে, উপজেলার ৮টি ইউনিয়নের তালম, দেশীগ্রাম, মাধাইনগর, বারুহাস, তাড়াশ সদর, মাগুড়া বিনোদ, সগুনা ও নওগাঁ ইউনিয়নে চলতি মৌসুমে ব্রি-৩৪, ব্রি-৫৮, ব্রি-২৮,কাটারিভোগ ও পাজাম জাতের রোপা আমন ধান লাগিয়েছেন কৃষকরা।

এ বছর ওই ৮টি ইউনিয়নে ১২ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে কৃষকরা জমি তৈরি, বীজতলা থেকে চারা উত্তোলন এবং চারা রোপণের কাজ শুরু করেছেন পুরোদমে।

উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের কৃষক বজলুর রহমান বলেন, আবাহাওয়া অনুকূলে থাকায় এ বছর ব্রি-৩৪, ব্রি-৫৮, ব্রি-২৮,কাটারীভোগ ও পাইজাম জাতের রোপা আমন ধান চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।

তিনি আরও বলেন, রোপা আমন ধানের উৎপাদন খরচও কম। ধানের ভালো দাম পাওয়ার আশা নিয়ে কৃষক রোপা ধান লাগাতে ঝুঁকে পড়েছেন।

উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে রোপা আমন ধান চাষ করার জন্য কৃষক জমি তৈরির পর বীজতলা থেকে চারা উত্তোলন করে রোপণ করছেন। এ মৌসুমে বৃষ্টিপাতের পরিমান বেশি হওয়ায় পানি সেচের ততোটা ঝামেলা পোহাতে হয় না। এ জাতের ধান একর প্রতি ৫০-৬০ মণ হয়ে থাকে।

তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার লুনা বলেন, বর্ষা মৌসুমে তাড়াশ উপজেলার উঁচু এলাকায় বোরো ধান কাটার পর জমিগুলো অলস পড়ে থাকে। তাই কৃষকদের রোপা আমন ধান লাগাতে উৎসাহিত করা হচ্ছে। এ বছর উপজেলায় এখন পর্যন্ত ১২ হাজার হেক্টর জমিতে রোপণ আমন লাগানো হয়েছে।

এমএসএম/এডিবি/