ন্যাভিগেশন মেনু

তাড়াশে গ্রেনেড হামলা দিবস পালিত


সিরাজগঞ্জের তাড়াশে ২০০৪ সালের ২১ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার উপর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ বলেন, 'রাজনৈতিক ইতিহাসে ২১ আগস্ট একটি কলঙ্কময় দিন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এইদিনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ সমাবেশে কল্পনাতিত এক নারকীয় হত্যাযজ্ঞের ঘটনা বাংলাদেশে এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায় বিএনপি-জামায়াত জোট সরকারের সন্ত্রাসীরা।'

পরে ২১ আগস্ট হামলায় নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

এ সময় আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এমএসএম/এসএ/এডিবি/