ন্যাভিগেশন মেনু

ভারতে ভেসে যাওয়া মরদেহ ১৭ দিন পর ফেরত


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত বাড়াদি গ্রামের মাথাভাঙ্গা নদীতে ডুবে এক বৃদ্ধার মরদেহ ভারতে ভেসে যাওয়ার ১৭ দিন পর সেই মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে দামুড়হুদার দর্শনা চেকপোস্ট সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে এ মরদেহ হস্থান্তর করা হয়।

মৃত বৃদ্ধার নাম ওয়াজেদ আলী।

বিজিবি জানায়, ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানার এসআই রাজেন্দ্র কুমার মল্লিক মরদেহ হস্থান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় উপস্থিত থেকে দর্শনা থানার এসআই শরীফুল ইসলাম মরদেহ গ্রহণ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএসএফ গেঁদে ক্যাম্পের কমান্ডার এসি নগেন্দ্র নাথ, বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মো. আব্দুল বারেক মোল্লা, চেকপোস্ট কমান্ডার হাবিলদার মিজানুর রহমান।

মৃত ওয়াজেদ আলীর ছেলে মাওলানা রুহুল আমীন জানান, গত ২২ সেপ্টেম্বর দুপুরে দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তের জিরো পয়েন্টর নিকট তার বাবা মাথাভাঙ্গা নদীতে গোসল করতে নেমে ডুবে মারা যায়। এরপর নদীর স্রোতে মরদেহ ভেসে ভারতের অভ্যন্তরে চলে যায়। পানিতে ডুবে যাওয়ার ১৫ দিন পর উদ্ধার হওয়া মরদেহ ভারতের নদীয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা পুলিশ কৃষ্ণনগর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করে আইনি প্রক্রিয়া শেষে বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে।

এন আই/ ওয়াই এ/এডিবি