ন্যাভিগেশন মেনু

দামড়হুদায় সেপটিক ট্যাংকে পড়ে যুবক-যুবতীর মৃত্যু


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকির মধ্যে পড়ে দুজনের করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

তারা হলেন, বাজারের মুদি ব্যবসায়ী ইশাদুল হক এর মেয়ে আসমা খাতুন (১৮) ও তাদের প্রতিষ্ঠানের কর্মী হাসিবুল ইসলাম (২২) 

খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, মুদি ব্যবসায়ী ইশাদুল হক বাজার সংলগ্ন বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। গত দুদিনের বৃষ্টিতে ট্যাংক ভর্তি হয়ে যাওয়ায় তার মেয়ে আসমা পানি পরিষ্কার করতে নিচে নামে। ট্যাংকিতে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে নীচে নামে দোকানে থাকা কর্মচারী হাসিবুল ইসলাম। তাদের দুজনেরই সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ট্যাংকিতে অক্সিজেন সরবরাহ করার পর তাদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন, ট্যাংকিতে বিষাক্ত গ্যাস তৈরী হয়ে অক্সিজেন ঘাটতির কারনেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ি ইনচার্জ মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআই/সিবি/এডিবি