ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে নন-এমপি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন


দিনাজপুরে নন-এমপি, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্যেগে ৭ দফা দাবিতে মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে এ আলোচনা সভা করেছে সংগঠনের নেতাকর্মীরা।

পরে তারা দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে একই দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন।

সংগঠনের সভাপতি মো: মাহমুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো: আবুর বারী তালুকদার, সাদ আহম্মেদ, আবু বক্কর মো: এরশাদুল হক, শফিকুর ইসরাম ও নুর কুতুবে আলম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান বলেন, আমাদের চাকুরিজীবনের অধিকাংশ সময় বিনা বেতনে পার হয়ে গেলেও এখনো স্থায়ী চাকুরি ও বেতনের কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়াও কঠিন। বর্তমানে এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে আমরা সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠানবান্ধব নীতিমালা প্রণয়নের দাবি করছি।

তাদের সাতটি দাবি হলো - স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনুকূলে এমপিও নীতিমালা চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসতে পারবে না তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে জেষ্ঠতা বিবেচনায় নিতে হবে, প্রতিবছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে - মাননীয় শিক্ষামন্ত্রীর এই ঘোষনা অনুযায়ি চলতি অর্থ বছরেই এমপিওভুক্তি সম্পন্ন করতে হবে, স্বীকৃতির সময় থেকে শিক্ষক-কর্মচারীদের চাকুরির বয়স গণনা করাসহ অন্যান্য আরও ৩টি দাবি বাস্তবায়ন করতে হবে।

এএস/এসএ/এডিবি