ন্যাভিগেশন মেনু

দুঃস্থদের জন্য নিলামে উঠছে মুশফিকের সেই ঐতিহাসিক ব্যাট


করোনায় আক্রান্ত দুস্থ মানুষদের সাহায্যের জন্য নিজের ব্যাট নিলামে তোলার আগ্রহ প্রকাশ করেছেন মুশফিকুর রহিম। নিলাম থেকে পাওয়া অর্থ তিনি অসহায়-দুস্থদের মুখে খাবার তুলে দিতে খরচ করবেন। এ তথ্য ফেসবুকে নিশ্চিত করেছেন তার ম্যানেজার বর্ষণ কবির।

করোনায় আক্রান্ত দুস্থ মানুষদের সহযোগীতায় কেবল মুশফিকই নন, অন্য অনেক ক্রিকেটারই নিজেদের জার্সি, ব্যাটসহ ক্রিকেট সামগ্রী নিলামে তোলার চিন্তা-ভাবনা করছেন।

ফেসবুকে ব্যাট হাতে উল্লাসরত মুশফিকের একটি ঐতিহাসিক মুহূর্তের ছবি পোস্ট করে বর্ষণ লিখেছেন,  ‘আমাদের দেশে যেহেতু নিলামের সংস্কৃতি নেই। সুতরাং আমরা কীভাবে কী করবো, সেটা নিয়ে ভাবছি। ভালো একটা সুযোগ পেলেই এই কার্যক্রম শুরু করবো। ব্যাটের মূল্য প্রত্যাশিত না হলে ব্যাটটির গুরুত্ব থাকে না। এ কারণে আমরা ভাবছি মূল্যটা কি উন্মক্ত করবো, নাকি ভিত্তিমূল্য ঠিক করে নিলামে তুলবো। আশা করি দ্রুততম সময়ের মধ্যে আমরা এটা নিয়ে কাজ করতে পারব।’

জানা গেছে, এই ব্যাটটি দিয়েই ক্যারিয়ারে এবং বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে শ্রীলংকার বিপক্ষে ২০১৩ সালের গল টেস্টে ডাবল সেঞ্চুরিয়ান ক্লাবে প্রবেশ করেছিলেন মুশফিক। কাঁটায় কাঁটায় ২০০ রান করে আউট হয়েছিলেন তিনি। করোনা মোকাবেলায় এবার নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ঐতিহাসিক ব্যাটটি হাতছাড়া করছেন মুশফিক।

এমআইআর/ এডিবি