ন্যাভিগেশন মেনু

দুবাই বন্দরের পৌঁছালো এমভি আবদুল্লাহ


সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক রবিবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টা নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। সেখানে জাহাজটিতে থাকা কয়লা খালাস করা হবে বলে জানিয়েছেন এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম।

তিনি বলেন, ‘এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হারমিয়া বন্দরের বহির্নোঙরে পৌঁছে গেছে। দুবাইয়ের সময় দুপুর আড়াইটা এবং বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় জাহাজটি দুবাই বন্দরে পৌঁছে। বর্তমানে জাহাজটি দুবাইয়ের আল হারমিয়া বন্দরের কন্ট্রোলের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষায় আছে। জাহাজের সকর নাবিক সুস্থ আছেন। মানসিকভাবে বিপর্যস্ত থাকায় জাহাজের ২৩ নাবিকের মধ্যে সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী এবং জাহাজটির জেনারেল স্কোয়াড মোহাম্মদ নুর উদ্দিন দুবাইয়ে নেমে যাবেন। এরা বিমানযোগে দেশে ফিরে আসবেন। বাকি ২১ জন নাবিক ফিরবেন জাহাজে সরাসরি চট্টগ্রাম বন্দরে পৌঁছাবেন।’

তিনি বলেন, বাংলাদেশী জাহাজ এমভি আবদুল্লাহ দুবাইয়ের আল হামরিয়া বন্দরে নোঙর করার পর একই বন্দরে কয়লা খালাস করে নতুন পণ্য বোঝাই করা হবে জাহাজটিতে। নতুন পণ্য লোড করতে দুই সপ্তাহের মতো সময় লেগে যাবে। এরপর বাংলাদেশের উদ্দেশে দুবাই ত্যাগ করবে জাহাজটি।

উল্লেখ্য, গত ৪ মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে এসব কয়লা নিয়ে যাত্রা শুরু করে জাহাজটি। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরে ভারত মহাসাগরের জলদস্যুর কবলে পড়ে জাহাজটি। গত ১৩ এপ্রিল এমভি আবদুল্লাহ জাহাজসহ ২৩ নাবিক সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পায়।  এমভি আবদুল্লাহ জাহাজে প্রায় ৫৫ হাজার মেট্রিক টন কয়লা আছে। গত বছর জাহাজটি এস আর শিপিং কিনে নেওয়ার আগে নাম ছিল গোল্ডেন হক। পরে মালিকানা পরিবর্তনের পর জাহাজের নতুন নাম রাখা হয় এমভি আবদুল্লাহ।