ন্যাভিগেশন মেনু

দূরপাল্লার ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া


প্রায় ছয় মাস পর উত্তর কোরিয়া তার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এই নতুন ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সোমবার জানিয়েছে, উত্তর কোরিয়া একটি নতুন দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যা জাপানের অনেক অংশে আঘাত হানতে সক্ষম। 

সরকারি কেসিএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, সপ্তাহান্তে পরীক্ষায় দেড় হাজার কিলোমিটার (৯৩০ মাইল) পর্যন্ত ক্ষেপণাস্ত্র দেখা গেছে।

গত শনি ও রবিবার আরও উন্নত নতুন ধরনের ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় দেশটির জাতীয় প্রতিরক্ষা বিজ্ঞান অ্যাকাডেমি। 

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা প্রমান করে যে খাদ্য ঘাটতি এবং অর্থনৈতিক সংকট সত্ত্বেও উত্তর কোরিয়া এখনও অস্ত্র তৈরিতে সক্ষম।

মার্কিন সামরিক বাহিনী বলেছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি এবং প্রতিবেশী দেশ জাপান বলেছে যে এটি 'উল্লেখযোগ্য উদ্বেগ'-এর বিষয়।

উত্তর কোরিয়ার রোডং সিনমুন পত্রিকায় একটি ছবিতে দেখা গেছে, একটি লঞ্চ যান থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। পরীক্ষা চালানোর পর এটি দেশটির আঞ্চলিক জলসীমায় পতিত হয়। ফলে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজল্যুশন অমান্য করেনি তারা।

কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলি 'অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত অস্ত্র।'

উত্তর কোরিয়ার বিশ্লেষক অঙ্কিত পান্ডার মতে, এটি দেশের প্রথম দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র যা সম্ভবত পারমাণবিক বোমা বহন করতে পারে।

এডিবি/