ন্যাভিগেশন মেনু

ধানের জাত উদ্ভাবন ও সেচ ব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিতে হবে: কৃষিমন্ত্রী


নতুন নতুন ধানের জাত উদ্ভাবন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে কৃষিবিদদের আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৩ মার্চ) সকালে রাজধানীর শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএডিসির বার্ষিক সাধারণ সভায় মন্ত্রী এ কথা বলেন।

এ সময় কৃষিমন্ত্রী মাঠ পর্যায়ে কৃষি উন্নয়নে গবেষণা বাড়াতে কৃষিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএডিসি কর্মকর্তাদের পেনশনের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হবে।’

তিনি বলেন, ‘ভারতের জুজুর ভয় দেখিয়ে জাফরুল্লাহরা দেশের মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশকে যারা পাকিস্তানের অংশ বানাতে চায় তারাই মিথ্যাচার চালাচ্ছে। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

শের-ই-বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএডিসির বার্ষিক সাধারণসভায় সারাদেশে বিএডিসিতে কর্মরত ৩২৫ জন কৃষিবিদ অংশ নেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন - কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহুল ইসলাম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল ইসলাম।

এমআইআর/এডিবি