ন্যাভিগেশন মেনু

নওগাঁয় মধু সংগ্রহে ব্যস্ত মৌচাষিরা


নওগাঁর পোরশা উপজেলার বিস্তৃত মাঠ জুড়ে সরিষার ক্ষেত। যেদিকে চোখ যায় শুধু সবুজ আর হলুদের ছড়াছড়ি। এরই মাঝে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মৌচাষিরা এসে মধু সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিশেষ করে উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের পূর্ণভবা নদীর তীরে এ দৃশ্য চোখে পড়ার মতো। মৌ চাষিরা তাদের চাষের মৌমাছি দিয়ে মধু সংগ্রহ করছেন।

মৌচাষি নুর ইসলাম মিঠু আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, তারা অনেক দিন ধরে এই পদ্ধতিতে মধু সংগ্রহ করে আসছেন। বেশ কিছু দিন আগে নেদারল্যান্ডস থেকে কিছু মৌমাছি তারা নিয়ে এসেছিলেন। পরবর্তীতে সেগুলো একটি বক্সে বন্দি করে রেখে রাণী মৌ মাছির মাধ্যমে বংশবিস্তার করেছেন। আর সে সমস্ত মৌমাছি দিয়েই মধু সংগ্রহ করছেন। 

তিনি আরও জানান, এভাবে তারা বছরে চার মাস সরিষা, কালোজিরা, ধনিয়া ও লিচু থেকে মধু সংগ্রহ করেন। বর্তমানে পোরশা উপজেলায় সরিষা ক্ষেতে দুইশ' বক্স স্থাপন করেছেন। আর এর মাধ্যমে এক মাসে লক্ষাধিক টাকার মধু সংগ্রহ করা সম্ভব বলে জানান তিনি।

পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজ আলম জানান, এ বছর পোরশা উপজেলায় তিনটি দল প্রায় সাড়ে ৭০০ মৌবক্স স্থাপনের মাধ্যমে মধু সংগ্রহ শুরু করেছেন। এ সমস্ত মৌবক্সগুলো থেকে দেড় থেকে দুই টন মধু সংগ্রহ করা যাবে।

বিএআর/এডিবি