শনিবার (১২ নভেম্বর) চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং নমপেনে লাওসের প্রধানমন্ত্রী ফানখাম ভিফোভাইনের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।
বৈঠকে লিখ্য ছিয়াং বলেন, চীন ও লাওস পরস্পরের দীর্ঘকালের বন্ধু ও প্রতিবেশী। দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের ঘনিষ্ঠ আদানপ্রদান বজায় রেখে ও পারস্পরিক রাজনৈতিক আস্থা জোরদার করে দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতা গভীরতার করতে চায় চীন।
তিনি বলেন, লাওসের সাথে বায়ুশক্তি, সৌরশক্তিসহ পরিষ্কার জ্বালানি খাতে সহযোগিতা চালাতে চায় চীন। কাস্টমস ক্লিয়ারেন্স, মানুষে মানুষে যোগাযোগ, ইত্যাদি খাতেও সহযোগিতা জোরদার করতে চায় বেইজিং।
তিনি আরও বলেন, লাওসের বৈশিষ্টময়্য কৃষিজাত পণ্যের আমদানিবাড়াবে তাঁর দেশ। পাশাপাশি, লাওসের জনগণের জীবনমান উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সমর্থন ও সাহায্য অব্যাহত রাখবে চীন। সূত্র: সিএমজি