ন্যাভিগেশন মেনু

নমপেন সফর করছেন চীনা প্রধানমন্ত্রী


পূর্ব এশিয়ার সহযোগিতা-বিষয়ক শীর্ষনেতাদের ধারাবাহিক সম্মেলনে অংশ নিতে এবং কম্বোডিয়া সফরের উদ্দেশ্যে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং বিশেষ বিমানযোগে ৮ নভেম্বর নমপেন আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। 

প্রধানমন্ত্রী লি’র স্ত্রী এবং রাষ্ট্রীয় কাউন্সিলর ও রাষ্ট্রীয় পরিষদের মহাসচিবসহ বেশ কয়েকজন একই বিমানে তাঁর সফরসঙ্গী হন। 

লি খ্য ছিয়াং বলেন, চীন ও আসিয়ান একে অপরের সার্বিক কৌশলগত এবং বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতি জটিল, গভীর ও পরিবর্তনশীল। নানা অনিশ্চিত ও অস্থিতিশীল উপাদানও বেড়ে যাচ্ছে। বৈশ্বিক উন্নয়ন অভূতপূর্ব চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পূর্ব এশিয়ার সহযোগিতা-বিষয়ক শীর্ষনেতাদের সম্মেলনটি উন্নয়ন ও ও সহযোগিতার ওপর জোর দেবে, বহুপক্ষবাদ ও অবাধ বাণিজ্যে অবিচল থাকবে, উন্মুক্ত সহযোগিতা ও পারস্পরিক কল্যাণে অটুট থাকবে, বৈশ্বিক শিল্প ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবহন নিশ্চিত করবে।

তিনি বলেন, এ সম্মেলন আঞ্চলিক অর্থনীতির একীকরণ বেগবান করতে আঞ্চলিক তথা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং উন্নয়ন ও সমৃদ্ধিতে নতুন চালিকাশক্তি প্রদান করবে। 

প্রধানমন্ত্রী লি আরও বলেন, চীন ও কম্বোডিয়া একে অপরের প্রতিবেশী, প্রথাগত মৈত্রী সুগভীর এবং পারস্পরিক সহযোগিতায় অব্যাহতভাবে নতুন উন্নয়ন অর্জিত হয়েছে। এবারের সফরের মাধ্যমে কম্বোডিয়ার সঙ্গে ঐক্য ও বন্ধুত্ব সুসংহত, সহযোগিতার বিষয়ে আলোচনা, চীন ও কম্বোডিয়ার অভিন্ন লক্ষ্যের কমিউনিটির নির্মাণকে এগিয়ে নিতে এবং আরও ভালোভাবে দু’দেশ ও দু’দেশের জনগণের কল্যাণ সৃষ্টি করতে ইচ্ছুক চীন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী লি চীন ও আসিয়ানের (১০+১) ২৫তম শীর্ষনেতাদের সম্মেলন, আসিয়ান এবং চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার (১০+৩) শীর্ষনেতাদের ২৫তম সম্মেলন এবং ১৭তম পূর্ব এশিয়ার শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। - সূত্র: সিএমজি