ন্যাভিগেশন মেনু

নাইজেরিয়ায় গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশু নিহত


ক্যামেরুন সীমান্তের কাছে উত্তর-পূর্ব নাইজেরিয়ার শহর নাগালার উপকন্ঠে গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) মিলিশিয়া বাহিনীর সদস্যরা এএফপি’কে একথা জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ আগস্ট) এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।

জিহাদবিরোধী মিলিশিয়ান উমর কাচাল্লা বলেন, ‘পাঁচটি শিশু শহরের বাইরে একটি মাঠে গরু চড়ানোর সময় গ্রেনেডটি পায় এবং এটি নিয়ে খেলা করার সময় তাদের হাতে বিস্ফোরিত হয়।’

তিনি বলেন, ‘এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’

আরেকজন মিলিশিয়ান উমর আরি ঘটনার অনুরূপ বিবরণ দিয়েছেন। তিনি বলেন, সংঘর্ষের সময় অবিস্ফোরিত মাইন এবং গ্রেনেড এখনও আশেপাশের গ্রামাঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। এগুলো বিস্ফোরিত হয়ে অনেক শিশু নিহত ও আহত হয়েছে।

২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গোষ্ঠী গাম্বুরুর কাছাকাছি ট্রেডিং হাবসহ নাগালা দখল করে। পরে ২০১৫ সালের সেপ্টেম্বরে নাইজেরিয়ান সেনারা চাদিয়ান বাহিনীর সাহায্যে দুই মাস যুদ্ধ করে শহরটি পুনরুদ্ধার করে।

২০১৯ সালের ডিসেম্বরে, গাম্বোরু এবং ফোটোকল সংযোগকারী জনাকীর্ণ একটি সেতুতে একটি বিস্ফোরণে ৯ জন নিহত এবং ২৬ জন আহত হয়।

সিবি/এডিবি/