ন্যাভিগেশন মেনু

নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত ২২


নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে সন্দেহভাজন সন্ত্রাসীদের হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন এবং ১৪ জন আহত হয়েছেন।

রবিবার (১৫ আগস্ট) এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এর আগে শনিবার (১৪ আগস্ট) এই হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, সন্দেহভাজন খ্রিস্টান মিলিশিয়ারা মুসলিমের একটি কনভয়ে আক্রমণ করলে এই হতাহতের ঘটনা ঘটে।

উত্তর-পশ্চিম এবং মধ্য নাইজেরিয়ায় বহু বছর ধরে প্রধানত মুসলিম যাযাবর পশুপালক এবং খ্রিস্টান কৃষকদের মধ্যে সম্পদ, জল এবং ভূমির নিয়ন্ত্রণ নিয়ে সহিংস লড়াই করে আসছে।

পুলিশ মুখপাত্র উবাহ ওগাবা এক বিবৃতিতে বলেন, সেখানে ভয়াবহ এ হামলায় ২২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মাদ ইব্রাহিম জানান, প্লাটিউ রাজ্যের রাজধানী জোসের উপকণ্ঠে রুকুবা সড়কে এ হামলা চালানো হয়।

তিনি জানান, ইসলামি নতুন বছর উদযাপনের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর বাউচি রাজ্য থেকে তারা ফেরার পথে এ হামলার শিকার হন।

সিবি/এডিবি/