ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার


নারায়ণগঞ্জে পেটের ভেতরে করে ১ হাজার ৫০ পিস ইয়াবা পাচারকালে রমজান শেখ নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রবিবার (৭ মার্চ) সকালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। রমজান শেখ রাজবাড়ী জেলার সদর থানার আন্দারমানিক গ্রামের মো. আলম শেখের ছেলে।

বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী জানান, রমজান দীর্ঘদিন ধরে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে টেকনাফ থেকে বাসে ঢাকায় এসে নারায়ণগঞ্জ ও ঢাকার মাদক ব্যবসায়ীদের কাছে এ চালান পৌঁছে দিতো। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১'র একটি দল রবিবার নারায়ণগঞ্জ বন্দরের মদনপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থিত রাফি ফিলিংস্টেশনের সামনে চেকপোষ্ট স্থাপন করে। চেকপোষ্টে গাড়ি থামিয়ে বাস থেকে রমজান শেখকে আটক করা হয়।

তিনি জানান, নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেপ্তারকৃত রমজান শেখ স্বীকার করে যে তার পেটের ভেতর কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ২১টি ইয়াবার পোটলায় মোট ১ হাজার ৫০ পিস ইয়াবা রয়েছে। এরপর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকের সহায়তায় মোট ১ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমএইচএস/ ওয়াই এ/এডিবি