ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে বিএফআরআই'র উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

'নারায়নগঞ্জে শহরে দূষণ রোধে আগামী মৌসুমে ৫ লক্ষ বৃক্ষ রোপণ করা হবে'


বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই) কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা নারায়ণগঞ্জে অনুষ্ঠিত।

সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি’ বিষয়ক কর্মশালা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় বিএফআরআই'র বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বিএফআরআই'র তথ্য  প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্চ অফিসার মো: জহিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালাটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক  মোহাম্মদ মাহমুদুল হক। 

অনুষ্ঠানে বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিআরডিবি, সমবায় অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, তথ্য অধিদপ্তর, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, কাঠ ব্যবসায়ী, নার্সারি, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণকারী ছিলেন।

প্রযুক্তিসমূহ উপস্থাপন করেন বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান ও অসীম কুমার পাল। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, নারায়ণগঞ্জ শিল্প কারখানার শহর হওয়ায় এই শহরের দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং কিভাবে এই দূষণ হতে নিষ্কৃতি পাওয়া যায় এই মর্মে সকলের সহযোগীতা কামনা করেন ও আগামী মৌসুমে নারায়ণগঞ্জে ৫ লক্ষ বৃক্ষ রোপণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দৃঢ় আশা ব্যাক্ত করেন। তিনি আয়োজিত কর্মশালাকে কেন্দ্র করেই নারায়ণগঞ্জে বন বিভাগের একটি স্থায়ী কাঠামো স্থাপন অর্থাৎ অন্তত পক্ষে একজন প্রথম শ্রেণির কর্মকর্তাকে পদায়ন করার জন্য সরকারের উচ্চ মহলে প্রস্তাব প্রেরণ করেছেন বলে জানান। 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশে প্রতি বছর আড়াই লক্ষ মানুষ বায়ু ঘটিত ব্যাধিতে মারা যাচ্ছেন। তার মধ্যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে প্রধান ৩ টি শহর ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জে। এই ৩ শহরের বিবেচনায় নারায়ণগঞ্জ সর্বোচ্চ। সুতরাং এখনি উচিত অতিদ্রুত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া। 

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের অংশগ্রহণকারীগণ বিএফআরআই'র উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালার উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং তাঁরা নিজ জায়গা থেকে নারায়ণগঞ্জ শহরকে একটি নির্মল ও দূষণমুক্ত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।