ন্যাভিগেশন মেনু

নারায়ণগঞ্জে ১০ মণ জাটকা ইলিশ জব্দ


নারায়ণগঞ্জের বন্দরে ইঞ্জিন চালিত ট্রলার হতে ১০ মণ জাটকা ইলিশসহ ৪ জেলেকে হাতেনাতে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৯ টায় মেঘনা নদীতে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ইলিশ বিক্রির সময় তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন - মো. রিপন (৩৮), মো. শরিফুল ইসলাম (১৮), মো. জুয়েল (৪২) এবং মো. ফারুক।

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন এবং জাটকা ইলিশগুলো এতিমখানায় বিতরণ করার নির্দেশ দেন।

মঙ্গলবার বিকাল ৫টায় র‌্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসীমউদ্দীন চৌধুরী জানান, চাঁদপুরের সীমান্তবর্তী মেঘনা নদীতে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা ধরে গভীররাতে নারায়ণগঞ্জের বিভিন্ন মাছঘাটে বিক্রি এবং সরবরাহ করতো। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এ অভিযান পরিচালনা করে।

অবৈধভাবে মৎস্য আহরণ ও জাটকা নিধন রোধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবেও বলে জানান জসীমউদ্দীন চৌধুরী।

এমএইচএস/সিবি /এডিবি