ন্যাভিগেশন মেনু

নারীদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান


আফগানিস্তানে 'সাধারণ ক্ষমা' ঘোষণা করে নারীদের তাদের সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তালেবান।

মঙ্গলবার (১৭ আগস্ট) এই ঘোষণার মধ্য দিয়ে কাবুলের ভীত সন্ত্রস্ত জনগোষ্ঠীকে আশ্বস্ত করতে চেয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করার পর দেশব্যাপী ফেডারেল স্তরের শাসন বিষয়ে এই মন্তব্য উপস্থাপন করা হয় বলে জানিয়েছে ফক্স নিউজ।

আফগানিস্তানের জন্য জঙ্গি শব্দটি ব্যবহারের বিষয়ে সামানগামি বলেন, 'ইসলামিক আমিরাত চায় না যে নারীরা শিকার হোক। তাদের শরীয়াহ আইন অনুযায়ী সরকারি কাঠামোতে থাকা উচিত।'

তিনি আরও বলেন, 'সরকারের কাঠামো পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে, একটি সম্পূর্ণ ইসলামী নেতৃত্ব থাকা উচিত এবং সব পক্ষেরই যোগদান করা উচিত।'

এর আগে তালেবানের সাধারণ ক্ষমা ঘোষণার বিবৃতি উদ্ধৃত করে এএফপি জানায়, ‘সবার জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হচ্ছে...সুতরাং আপনারা সম্পূর্ণ আস্থার সঙ্গে নিয়মিত জীবনযাত্রা শুরু করতে পারেন।’ 

যারা সাবেক সরকার বা পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে কাজ করেছে, যেমন যুক্তরাষ্ট্রের বাহিনীর জন্য যারা দুভাষী হিসেবে কাজ করেছে, তাদের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে, আফগানিস্তানে ছড়িয়ে পড়া এমন ভীতির মধ্যে তালেবানের এই ঘোষণা এলো।

নিষ্ঠুর শাস্তি দেয়ার জন্য তালেবানের পরিচিতি আছে, যার অনেকগুলো যুদ্ধাপরাধের মধ্যেও পড়ে- যদিও তালেবান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছে।

এডিবি/