ন্যাভিগেশন মেনু

নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে আনন্দমেলা


দিনাজপুরে নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে দুই দিনব্যাপী আনন্দমেলা সমাপনীতে বিভিন্ন তরুনীদের অংশগ্রহণে ভিন্নধর্মী র‌্যাম্প ওয়াকের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম অডিটোরিয়ামে আয়োজিত আনন্দমেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু কেন্দ্রীয় কর্মজীবী পরিষদের সভাপতি ড. শাহিন আল মামুন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, কোতয়ালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন প্রমূখ।

মেলার আয়োজন করে ব্রাইডাল মেকওভার অ্যান্ড বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির কর্ণধার সুমনা শারমিন জানান, দেশের বিভিন্ন সেক্টরে প্রতিনিধিত্ব করছে নারীরা আবার অনলাইন প্লাটফর্মে বিজনেসসহ বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে তারা।

তিনি জানান, দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত আনন্দ মেলায় নারী উদ্যোক্তাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছেন। মূলত সবার সাথে আনন্দ ভাগাভাগি করা ও নিজেদের পরিকল্পনা শেয়ারের জন্য এই আয়োজন। এ ধরনের আয়োজন উদ্যেক্তা হতে ইচ্ছুক নারীদের এগিয়ে যেতে সাহস ও উৎসাহ জোগাবে বলে দাবী করেন সুমনা।

তিনি আরও জানান, নারী উদ্যোক্তাদের মধ্যে ব্রাইডেল ক্রিয়েশন, ভর্তা বিলাস এবং কনিকাস কালেকশন, ভিস্টা ফুডিস, কিরনস্  কালেকশন, হোম টেস্ট ফাস্ট, মম অ্যান্ড বেবি ওয়্যার, স্বপ্নতরী, শোভাস  কিচেন অ্যাডভেঞ্চার, তেলদি ইউ, আফরিন কালেকশন, বাজারডটকম, সুমিস কিচেন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পণ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে এই মেলায়। মেলায় সব বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড় ছিলো।

পরে  বিভিন্নরকম পণ্যসামগ্রী এবং বাহারী স্বাদের পিঠার আয়োজন নিয়ে হাজির হওয়া স্টলগুলোকে পুরস্কৃত করা হয়।

এ এস/ এস এ/এডিবি