ন্যাভিগেশন মেনু

নায়করাজের চতুর্থ প্রয়াণ দিবসে শিল্পী সমিতির শ্রদ্ধা


বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক রাজ্জাকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। নায়করাজের হাত ধরেই গড়ে উঠেছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এই সমিতি বিভিন্ন সময় শিল্পীদের পাশে এসে দাঁড়িয়েছে। প্রিয় শিল্পীকে ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে শিল্পী সমিতির বর্তমান নেতা কর্মীরা।

শনিবার (২১ আগস্ট) নায়করাজের মৃত্যুবার্ষিকীতে তার স্মরণে সংগঠনটির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কোরআন খতম চলছে। এছাড়াও সমিতির সদস্যরা বনানীতে নায়করাজের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খানসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ২০১৭ সালের ২১ আগস্ট সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক।

ওআ/