ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজের দ্বিতীয় জয় টাইগারদের


পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ২-০ তে এগিয়ে গেলো টাইগাররা।

এরআগে শুক্রবার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান অপরাজিত থেকে অর্ধশতক রানের মাইলফলক পার করেন। এর পরই দ্রুত ফিরে যান লিটন কুমার দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। লিটন দাসের ৩৩, মোহাম্মাদ নাঈমের ৩৯ ও অধিনায়ক মাহমুদউল্লাহর অপরাজিত ৩৭ রানের সুবাদে ১৪২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

জয়ের জন্য ১৪২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ভাল সূচনা করেন নিউজিল্যান্ডের দুই ওপেনার। বাংলাদেশ দলের প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্রকে প্রথম ও উইল ইয়াংকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন সাকিব।

মেহেদীর বলে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের শিকার হন টম ব্লান্ডেল। নিউজিল্যান্ডের ৮৪ রানের মাথায় ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে শেষে ১৩৭ রান তুলে কিউইরা। ফলে ৪ রানে জয় পায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম অপরাজিত থাকেন ৬৭ রানে।

এমআইআর/ওআ