ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজও হারলো বাংলাদেশ


বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ তে ২৮ রানে হার বাংলাদেশের। এক ম্যাচ বাকি থাকতে টি-টোয়েন্টি সিরিজও হাতছাড়া হলো টাইগারদের।

মঙ্গলবার (৩০ মার্চ) ম্যাকলিন পার্কে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হয় ম্যাচটি। টস জিতে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ কিউইদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়।

জবাবে ব্যাটংয়ে নেমে ১৭.৫ ওভারেই ১৭৩ রান তোলে কিউইরা। নিউজিল্যান্ডের ব্যাটিং চলকালে দুই দু’বার বৃষ্টির হানা হলে বৃষ্টি আইনে ম্যাচ নেমে আসে ১৬ ওভারে। তাতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৭১ রান।

বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন মেহেদী, ১টি করে নেন সাইফউদ্দিন, তাসকিন ও শরিফুল।

ব্যাট করতে নেমে ওপেনার লিটন দাস ৬ রান করে ফিরলে নাঈম শেখকে নিয়ে ৮৮ রানের জুটি গড়েন সৌম্য সরকার। তবে ২৭ বলে ৫১ রানের ইনিংস খেলে সৌম্য ও ৩৫ বলে ৩৮ রানের ইনিংস খেলে নাঈম শেখের বিদায়ের পর জয়ের আশা ক্ষীণ হয়ে আসে বাংলাদেশের।

এরপর মাহমুদউল্লাহ’র ১২ বলে ২১ আর মেহেদীর ৬ বলে ১২ রান শুধু ব্যাবধান কমিয়েছে হারের। তবে নিয়মিত বিরতিতে উইকেট যাওয়ায় ৭ উইকেটে ১৬ ওভারে ১৪৭ রানে থামতে হয়েছে টাইগারদের।

কিউইদের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সৌদি, হামিশ ব্যানেট, অ্যাডাম মিলনে। বাকি ১ উইকেট নিয়েছেন গ্ল্যান ফিলিপস।

এমআইআর/এডিবি