ন্যাভিগেশন মেনু

নিউজিল্যান্ড বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শনিবার (২০ মার্চ) মাঠে নামবে টাইগাররা। ছয় বছরে প্রথমবারের মতো একই সঙ্গে কেন উইলিয়ামসন ও রস টেইলরকে ছাড়া মাঠে নামবে নিউজিল্যান্ড।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪টায়।

এখন পর্যন্ত কিউইদের মাটিতে ১৩টি ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে টাইগাররা। তবে বেশ আগেভাগেই নিউজিল্যান্ডে তাবু গেড়েছে টিম বাংলাদেশ।

উইলিয়ামসন ছিটকে যাওয়ায় এই সিরিজে নিউজিল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটকিপার ব্যাটসম্যান টম লেইথাম। অনভিজ্ঞ দলের ওপর ভরসা রাখছেন লেইথাম। নিউজিল্যান্ডের হয়ে অভিষেকের অপেক্ষায় আছেন কনওয়ে, ইয়াং ও মিচেল।

সবকিছু মিলিয়ে তামিমবাহিনীর সামনে সুবর্ণ সুযোগ নিউজিল্যান্ড থেকে জয় নিয়ে ফেরার।

প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে একাদশ নিয়ে টাইগার অধিনায়ক তামিম ইকবাল এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বলেছেন, ‘প্রথম ওয়ানডেতে পেসারদের ভরসায় মাঠে নামবে বাংলাদেশ। কমপক্ষে তিনজন পেসার নিয়ে তৈরি হবে একাদশ। সঙ্গে একজন পেস অলরাউন্ডারও থাকবে। আর পেসারের সংখ্যা পাঁচ হলে বিষয়টি আরও ভালো হবে।’

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড সম্ভাব্য একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, নিল ইয়াং, টম লেইথাম (অধিনায়ক ও উইকেটকিপার), জিমি নিশাম, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, টিম সাউদি, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট।

এমআইআর/এডিবি