ন্যাভিগেশন মেনু

নিজ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা করালেন পুলিশ সুপার


ট্রাফিক আইন অমান্য করায় নিজের গাড়ি চালকের নামে মামলা দিয়েছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান।

এজন্য গাড়ি চালক পুলিশ সদস্য আ. কদ্দুছকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা দিতে হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় নিয়ম ভঙ্গ করে ডিভাইডারের উপর দিয়ে গাড়ি ঘোরানোর অভিযোগে তাঁকে এ জরিমানা করা হয়।

পুলিশের এক কর্মকর্তা জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় যান পুলিশ সুপার। এসময় দ্রুতগতিতে গাড়ি নিয়ে ইউটার্ন না ঘুরে ডিভাইডারেরর উপর দিয়ে নিয়ম অমান্য করে গাড়ি চালিয়ে যান পুলিশ সুপারের গাড়ি চালক।

এসময় গাড়িতে বসা ছিলেন পুলিশ সুপার। তাৎক্ষনিক ড্রাইভারের এ অনিয়মের জন্যে তিনি চালকের বিরুদ্ধে মামলা দেন।

পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, "আইন সবার জন্য সমান। আইন ভাঙলে শাস্তি পেতে হবে। ট্রাফিক আইন অমান্য করে রোড ডিভাইডারের উপর দিয়ে গাড়ি ঘোরানোয় চালককে মামলা দেওয়া হয়েছে। এজন্য তাঁকে জরিমানা দিতে হবে।"

এঘটনায় নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রতন বলেন, ‘বিষয়টি অব্যশ্যই প্রশংসার দাবী রাখে। তাৎক্ষনিক শাস্তির আওতায় আনলে বাকি সবার মাঝে এক্ষেত্রে দ্রুত সচেতনতা বৃদ্ধি পাবে।’

ওআ/এডিবি