ন্যাভিগেশন মেনু

নেত্রকোণায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে


নেত্রকোণায় মাদক নির্মূলে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো: আব্দুর রহমান।

শনিবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল মাহমুদের সভাপতিত্বে নেত্রকোণায়  “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচন সভায় তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, শুধু মাদকের আমদানি, কারবারি ঠেকিয়ে মাদক নির্মূল হবে না। মাদকের চাহিদা কমাতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সচেতনতামূলক কার্যক্রম আরও বাড়াতে হবে।

প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি বলেন, জেলায় থাকা ভারতীয় সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে সকল বাহিনীকে অভিযানের সাথে সম্পৃক্ত করা হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে জনবল বাড়ানো হবে। মাদকের স্পষ্ট তথ্য প্রদান, মাদক সংশ্লিষ্টতায় আটককৃত অপরাধ সংঘটনের স্থানেই ভ্রাম্যমাণ আদালতের আওতায় দ্রুত বিচার, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনা ও এসব প্রতিষ্ঠানের লাইসেন্স প্রাপ্তির যোগ্যতার মাপকাঠি যাচাই করে দেখা হবে।

শহরের দত্ত হাই স্কুল মাঠ, বিএডিসি ফার্ম, শ্মশান ঘাট, কেডিসি ভবন চত্ত্বর, বড় স্টেশনসহ নেত্রকোণা শহরের বেশ কয়েকটি মাদকদ্রব্য সেবন স্পটে পুলিশি তৎপরতা বাড়ানো ও মনিটরিং জোরদার করা হবে বলেও জানান তিনি।

নেত্রকোনা পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে কাজ করছে। কাউকেই ছাড় দিচ্ছে না। হোক পুলিশ, সরকারি চাকুরে, সাংবাদিক, রাজনীতিক, যতো বড়ই হোকনা কেনো, আমরা তাদের অপরাধী হিসেবেই গণ্য করি।

এ এইচ আর/ এস এ/এডিবি