ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় সাংস্কৃতিকর্মীদের মানববন্ধন


নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সাংস্কৃতিকর্মীরা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে জেলা শহরের পাবলিক লাইব্রেরি চত্ত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও  মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল ফারাহ পলাশ, জেলা কমিটির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, জাতীয় কবিতা পরিষদ নোয়াখালীর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন আরমান, নারী অধিকার জোটের সভাপতি লায়লা পারভীন, সঙ্গীত শিল্পী কামাল উদ্দিন, গণসঙ্গীত শিল্পী কাজল ভট্টাচার্য, মিজানুর রহমান বঙ্গবিপ্লব, রহমত উল্যাহ ভূঁইয়া।

সমাবেশে বক্তারা বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ-নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একই সময়ে বেগমগঞ্জ চৌরাস্তায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

এস এ /এডিবি