ন্যাভিগেশন মেনু

নোয়াখালীতে স্বাচিপের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


নোয়াখালীতে ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

বুধবার (২৩ ডিসেম্বর) রাতে জেলার মাইজদী বাজারের গ্রীণহল মিলনায়তনে সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করা হয়।

পরে রাত ১২ টা এক মিনিটে কেক কাটা ও নৈশভোজের আয়োজন করা হয়। 

জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. ফজলে এলাহী খাঁনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিএমএ সভাপতি ডা. এম এ নোমান, বিশেষ অতিথি ছিলেন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুছ ছালাম, ম্যাটসের অধ্যক্ষ ডা. বিধান সেনগুপ্ত, নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুল আমিন, সংগঠনের সহ-সভাপতি ডা. নূর মোহাম্মদ প্রমুখ।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন ‘বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন হিসেবে ১৯৯৩ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। প্রতিষ্ঠার পর থেকে চিকিৎসকদের পেশাগত বিভিন্ন সংকটে ভূমিকা পালন করছে সংগঠনটি।’

এসময় বক্তাগণ বিগত দিনে নোয়াখালী জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।

ডি এ/ এস এ/ওআ