ন্যাভিগেশন মেনু

সুবর্ণচরে খুন হওয়া নারীর শরীরের আরও ৩টি খন্ডিত অংশ উদ্ধার


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় খুন হওয়া নুর জাহান বেগম নামে এক নারীর শরীরের আরও তিনটি খন্ডিত অংশ উদ্ধার করেছেন পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একাধিক আবাদি ধান ক্ষেত থেকে শরীরে খণ্ডিত অংশগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত শরীরের অংশগুলোর মধ্যে রয়েছে, গলা থেকে বুকের অংশ ও দু’টি পা।

এর আগে বুধবার (৭ অক্টোবর) দুর্বৃত্তরা নৃশংসভাবে ওই নারীকে টুকরো টুকরো করে কেটে হত্যা করে বিভিন্ন স্থানে শরীরের অঙ্গগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখে। পরে এদিন রাতে নিহতের ছেলে হুমায়ূন কবির বাদী হয়ে চরজব্বার থানায় মামলা করেছেন।

নিহত নারী উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী।

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো গতকাল বিকেলে বাড়ির অদূরের একটি ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। পরে রাতে আশপাশের ক্ষেতগুলোতে তল্লাশি চালিয়ে খন্ডিত দুটি পা ও বুকের অংশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিটা ফিডের পেছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহের দুটি অংশ উদ্ধার করেছিলো।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের এক ছেলেকে আটক করেছে পুলিশ।

ডি এ/ ওয়াই এ/ এডিবি