ন্যাভিগেশন মেনু

পঞ্চগড়ে স্ট্যাম্প ভেন্ডারদের সংগে সার্বজনীন পেনশন স্কীম সম্পর্কে জেলা প্রশাসকের মতবিনিময়


পঞ্চগড়ে স্ট্যাম্প ভেন্ডারদের সংগে সার্বজনীন পেনশন স্কীম খোলা সম্পর্কে জেলা প্রশাসক মতবিনিময় করেছেন। আজ বৃহস্পতিবার বিকালে জেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম প্রথমে জেলার নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবসায়ীদের সংগে ট্রেজারীর মালামাল সরবরাহ সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। 

পরে সার্বজনীন পেশন স্কীম চালুর বিষয়ে তিনি স্ট্যাম্প ব্যবসায়ীদের উদ্দেশ্যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের ভবিষ্যতের কথা মাথায় রেখে সরকারি প্রজ্ঞাপন জারির মাধ্যমে ২০২৩ সালে জাতীয় সার্বজনীন পেনশন স্কীম আইন চালু করেছে। উক্ত আইনের আওতায় দেশের ১৮ বছর থেকে ৫০ বছরের মধ্যে সকল নাগরিককে সার্বজনীন পেনশন স্কীম খোলার জন্য বাধ্যতামূলক করা হয়েছে। তিনি বলেন, আজকে যারা যুবক আগামী ৬০ বছর পরে তারা বৃদ্ধ।

 এই বৃদ্ধ বয়সে ছেলে-মেয়েরা মা-বাবাকে সঠিকভাবে দেখে না । তাই এই পেনশন স্কীম খোলার মাধ্যমে ওই ব্যক্তি ৬০ বছর পরে প্রতিমাসে নিদিষ্ট হারে বাড়িতে বসে পেনশন পাবে। ফলে বৃদ্ধ বয়সে তার জীবন-জীবীকা নির্বাহে কোন সমস্যা হবে। এই লক্ষে উপস্থিত সকলকে প্রগতি ও স্বনির্ভর সমতা পেনশন স্কীম  খোলা আহবান করেন। 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. আবু সাঈদ, ট্রেজারি অফিসার ও ম্যাজিস্টেট মো. আব্দুল্লা আল-মামুন কাওসার শেখ সহ অন্যান্য জেলা ম্যজিস্টেট এবং স্ট্যাম্প ভ্যান্ডার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।