ন্যাভিগেশন মেনু

পদ্মাসেতুর রেলের মালামাল চুরির দায়ে আটক ৫


শরীয়তপুর জেলার জাজিরায় পদ্মাসেতুর মূল সড়কের কাছ থেকে রেলের মালামাল চুরির ঘটনায় পাঁচজনকে আটক করছে সেনাবাহিনী।

শনিবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় শিবচর পাচ্চর থেকে তাদের আটক করে জাজিরা ক্যান্টনমেন্ট এরিয়ার ২৮-ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

আটকরা হলো - মাদারীপুর জেলার শিবচর উপজেলার সুলতান, তোফাজ্জল, আবুল কালাম, নুরুল ইসলাম ও গাজীপুর জেলার টঙ্গী থানার বাপ্পি হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা ক্যান্টনমেন্টর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টর মেজর আল আমিন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গত দুই মাস যাবত একটি সংঘবদ্ধ চোরচক্র পদ্মাসেতু জাজিরা প্রান্ত সংলগ্ন মূল সড়কের পাশে অবস্থিত রেলের গার্ডার চুরি করে আসছিল। যা রাস্তায় যানবাহন চলাচলের ক্ষেত্রে অত্যন্ত ঝুকিপূর্ণ। সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এ ব্যাপারে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করলেও চোরেরা ধরাছোয়ার বাইরে ছিল।

এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবচর পাচ্চর এলাকায় ২৮ ইস্ট বেঙ্গল লেফটেন্যান্ট কর্ণেল সামি উদ দৌলা চৌধুরীর নেতৃতে একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে বিপুল পরিমান পদ্মাসেতুর চোরাই মালামালসহ তাদের আটক করে। পরে তাদের রাতেই জাজিরা থানায় হস্তান্তর করে করা হয়েছে। দলের মূল হোতা ইউসুফ ও রাজ্জাক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা চলছে।

সুত্র আরও জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে পদ্মাসেতুর মালামাল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করতো।

এ বিষয়ে জাজিরা ক্যান্টনমেন্টর ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টর মেজর আল আমিন জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র জাজিরা মূল পয়েন্ট থেকে পদ্মাসেতুর রেলের মালামালসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে আসছিলো, তাদের আমরা কয়েকটি অভিযান পরিচালনা করেও ধরতে পারিনি। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে সক্ষম হয়েছি। যারা এ চক্রের সাথে জড়িত রয়েছে আশাকরি তাদেরও দ্রুত আটক করতে পারবো।

আরএইচআর/এসএ/এডিবি/