ন্যাভিগেশন মেনু

পরিসংখ্যান হচ্ছে উন্নয়ন পরিকল্পনার ভিত্তি: বিভাগীয় কমিশনার


খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয় আয়োজিত মূল্য ও মজুরি পরিসংখ্যান বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে পরিসংখ্যান কার্যালয়ের সম্মেলনকক্ষে প্রধান অতিথি হিসেবে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ইসলাম হোসেন এ প্রশিক্ষণ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, পরিসংখ্যানকে কেন্দ্র করে দেশের সকল পরিকল্পনা গৃহীত হয়। পরিসংখ্যানকে বলা হয় উন্নয়ন পরিকল্পনার ভিত্তি। তাই তথ্য সংগ্রহের সাথে জড়িতদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে। তথ্যগত ভুল থাকলে তা দেশ ও জাতির জন্য নেতিবাচক হতে পারে। তিনি সঠিক উৎস থেকে তথ্য সংগ্রহের ওপরও গুরুত্বারোপ করেন।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের আওতাধীন ১০ জেলার ভোক্তা মূল্যসূচক, মূল্যস্ফীতি হার, মজুরি হার সূচক, গৃহনির্মাণ সামগ্রী মূল্য  সূচক এবং বাড়ি ভাড়া সূচকের তথ্য সংগ্রহ ও সুপারভাইজিং কাজের সাথে জড়িত ৬০ জন কর্মকর্তা-কর্মচারী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

একেহিরু/ ওয়াই এ/এডিবি