ন্যাভিগেশন মেনু

পাবনায় অবৈধ অস্ত্র ও নকল ওষুধসহ আটক ২


পাবনার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিনটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, বিপুল পরিমান নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে পাবনা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৮ মার্চ) জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ওইসব অস্ত্র ও নকল ওষুধসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো - পাবনার বেড়া উপজেলার রাকশা গ্রামের আব্দুল্লাহ আল মনসুর মিঠু ও একই উপজেলার নাটিয়াবাড়ি রাজনারায়নপুর গ্রামের আব্দুল আল ছিয়াম কাজী। মঙ্গলবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ মহিবুল ইসলাম খান জানান, সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দ পুলিশ ও আমিনপুর থানা পুলিশ নাটিয়াবাড়ি এলাকার আলম হোসেনের বসতবাড়িতে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির একটি কক্ষে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। সেখান থেকে একটি খেলনা পিস্তল, একটি দেশে তৈরি রিভলবার, দুইটি শর্টগান, বিপুল পরিমান নকল ওষুধ ও ওষুধ তৈরির কাঁচামাল উদ্ধার এবং অস্ত্র তৈরির দুই কারিগরকে আটক করা হয়েছে।

সিবি/এডিবি