ন্যাভিগেশন মেনু

পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন


‘করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে পাবনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

সোমবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার যৌথ উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাদিরা ইয়াসমিন জলি, মহিলা বিষয়ক অধিদপ্তর পাবনার উপ-পরিচালক মোছাঃ কানিজ আইরিন জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আফরোজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামিমা শিরিন, কামরুন্নাহার জলি, নিহার আফরোজ জলি, হেলেনা খাতুন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নির্যাতন-বৈষম্য কমিয়ে নারীর প্রতি দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন প্রয়োজন। দেশের উন্নয়নে নারীর অবদানকে স্বীকার করতে হবে। নারীরা কর্মক্ষেত্রে অংশগ্রহণসহ সকল বিষয়ে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কেএস/সিবি