ন্যাভিগেশন মেনু

পাবনায় করোনা ভ্যাকসিন দেয়া হবে ৮৪ হাজার ডোজ


পাবনায় করোনা ভ্যাকসিন দেয়া হবে ৮৪ হাজার ডোজ। ইতোমধ্যেই মরণঘাতি করোনাভাইরাসের ভ্যাকসিনগুলো পাবনায় এসে পৌঁছেছে। ভ্যাকসিনগুলো যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. একে আবু জাফর জানান, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ ৮ হাজার ৪শ’ করোনা ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিন (ভায়েল) গ্রহণ করা হয়েছে।

শহরের আব্দুল হামিদ রোডের ইপিআই ভবনে তাপমাত্রা নিয়ন্ত্রন করে ভ্যাকসিন গুলো সংরক্ষণ করা হয়েছে। প্রতিদিন ১০ জন মানুষকে ভ্যাকসিন প্রদান করা হবে। সে হিসেবে প্রাপ্ত ভ্যাকসিন ৮৪ হাজার মানুষের মধ্যে প্রয়োগ করা হবে।

তিনি আরো জানান, ইতোমধ্যে তালিকা তৈরি ও রেজিস্ট্রেশনের কাজ চলছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পাবনায় পর্যায়ক্রমে ভ্যাকসিন প্রয়োগ শুরু হবে। টিকা প্রদানকারীদের প্রশিক্ষণ দেয়ার কাজও প্রায় শেষের দিকে। ভ্যাকসিন প্রতি মাসেই ধারাবাহিক ভাবে আসবে। জেলার সকল জনসাধারণই এই ভ্যাকসিন প্রদানের আওতায় আসবে।

কেএস/সিবি/ওআ