ন্যাভিগেশন মেনু

পাবনায় চারটি ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা


পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং চারটি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে ।

পাবনা পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট শাখা ও পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করেন।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে একাধিক সংখ্যক র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য উপস্থিত ছিল।

অভিযানকালে পাবনা পরিবেশ অধিদপ্তর সদরদপ্তরের মনিটরিং এনফোর্সমেন্ট ইউংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার, পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার, পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাবনা-১২ র‌্যাব সুত্রে জানা যায়, এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের কোনো নিয়মনীতি না মেনে কৃষি ও ফসলী জমিতে স্থাপন করা হয়েছে। কয়লার পরিবর্তে এখানে পোড়ানো হয় বিভিন্ন গাছের কাঠ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯-এর ধারার ৪,৫,৬,৮ লঙ্ঘনের দায়ে এবং দণ্ডবিধির ১৪,১৫,১৬ ও ১৮ ধারা মোতাবেক লক্ষ্মীকুন্ডার মেসার্স আল্লাহর দান ব্রিকসের মালিক জামাল উদ্দিনকে ৫ লাখ, মেসার্স বিশ্বাস ব্রিকসের মালিক শান্টু বিশ্বাসকে ৩ লাখ, মেসার্স এন আর ব্রিকসের মালিক মুজাহার প্রামাণিককে ২ লাখ ও মেসার্স আতিয়ার রহমান ইটভাটার মালিক আতিয়ার রহমানকে ১ লাখ মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটাগুলো স্কেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়।

পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসাইন বলেন, উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অনিয়মে গড়ে তোলা অবৈধ সবধরণের ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।

সিবি/ওআ