ন্যাভিগেশন মেনু

পাবনায় পক্ষকালব্যাপী বইমেলা শুরু


পাবনায় একুশে বইমেলা উদযাপন পরিষদের আয়োজনে পক্ষকালব্যাপী বইমেলা শুরু হয়েছে।

সোমবার (১ মার্চ) রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ (টাউন হল) ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠের মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

যৌথভাবে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কলামিস্ট ভাষা সৈনিক রণেশ মৈত্র ও ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট গোলাম হাসনাইন।

উদ্বোধনী অনুষ্ঠানে একুশে বইমেলা উদযাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।

নাট্য ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মোহা: মহিবুল ইসলাম খান, পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, পাবনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাবিবুর রহমান স্বপন, নাগরিক মঞ্চের আহ্বায়ক ইদ্রিস আলী বিশ্বাস, পাবনা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, প্রবীণ রাজনীতিবিদ সুলতান আহমেদ ব্যুরো, ব্যবসায়ী আফতাব আলী।

জানা গেছে, এবারের বই মেলায় ৪৪টি স্টল বরাদ্ধ রয়েছে। আগামী ১৬ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা থেকে মেলা মঞ্চে হবে বই নিয়ে আলোচনা, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

কেএস/এস এ/এডিবি