ন্যাভিগেশন মেনু

পাবনায় পুলিশ মেমোরিয়াল ডে পালিত


পাবনায় জননিরাপত্তা এবং আইনশৃংখলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়ার ডে’ পালন করা হয়েছে। 

সোমবার (১ মার্চ) পাবনা জেলা পুলিশ এ উপলক্ষে স্মরণ পদযাত্রা, শহীদ পুলিশ সদস্য স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনার অয়োজন করেন।

স্মরণ পদযাত্রাটি পাবনা পুলিশ সুপার কার্যালয় থেকে বের হয়ে পুলিশ লাইন্স অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মোহিবুল ইসলম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সম্বর্ধনা সভায় উপস্থিত ছিলেন - পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল, পিবিআই’র পুলিশ সুপার ফজলে এলাহী, জেলা গোয়েন্দা শাখার পুলিশ সুপার খান মোহম্মদ রিজয়ান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতিন খান, পাবনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং জেলার সকল থানার অফিসারসহ সুধিজনেরা।

উল্লেখ্য, ১৯৭১ সালে পাবনায় পাক হানাদার বাহিনীর সাখে সম্মুখ যুদ্ধে ২১ জন বিভিন্ন সময়ে কর্তকব্যরত অবস্থা ও করোনাকালীন সময়ে আরও ২৩ জনসহ মোট ৪৪ জন পুলিশ সদস্য শহীদ হন হয়েছেন।

কেএস/সিবি/এডিবি