ন্যাভিগেশন মেনু

পাবনায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত


‘সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ অবাধ সুযোগ’ এই শ্লোগানে পাবনায় পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস।

শনিবার (১০ অক্টোবর) দিবসটি উপলক্ষে পবনার হেমায়েতপুরে দেশের একমাত্র বিশেষায়িত হাসপাতাল পাবনা মানসিক হাসপাতাল চত্বর থেকে র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রতন কুমার রায়, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ কে এম শফিউল আযম প্রমুখ। 

সভায় বক্তারা মানসিক রোগীদের সাথে সহনশীল আচরণ করতে সকলের প্রতি আহ্বান জানান।

১৯৯২ সাল থেকে প্রতি বছর ১০ অক্টোবর দিবসটি পালিত হয়ে আসছে। মানসিক রোগ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্ত অনুযায়ি এ দিবসটি পালন করা হয়।

সিবি/এডিবি