ন্যাভিগেশন মেনু

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে এক শিক্ষকের অনশন


পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্যের বিভিন্ন অনিয়মের তদন্ত এবং শিক্ষকদের হয়রানির প্রতিকার চেয়ে একক প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক।

মঙ্গলবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সহকারী অধ্যাপক ড. এম আব্দুল আলীম এ কর্মসূচি পালন করেন।

এ সময় অধ্যাপক ড. এম আব্দুল আলীম অভিযোগ করেন, 'পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী যোগাদানের পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে চলেছেন। একটা ভয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি কথায় কথায় শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করেন। তার বিরুদ্ধে যেসকল শিক্ষক ভিন্নমত পোষণ করেন, তাদেরকে তিনি শোকজ, মামলার হুমকিসহ বিভিন্নভাবে হয়রানি করেন।'

বিভিন্ন সময়ে ভিসির ১০১টি অনিয়ম-দুর্নীতির  প্রতিকার দাবিতে ড. এম আব্দুল আলীম একক প্রতীকী অনশন করছেন। ভিসি অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যে আর্থিক ক্ষতি করেছেন তার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া এবং শিক্ষকদের হয়রানির প্রতিকার দাবি করেন তিনি।

এব্যাপারে পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হয়নি। 

কেএস/সিবি/এডিবি