ন্যাভিগেশন মেনু

প্রধানমন্ত্রীর অর্থ সহায়তায় অনিয়মে ইউপি চেয়ারম্যান বরখাস্ত


পাবনার আটঘরিয়ায় করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী প্রদত্ত নগদ অর্থ সহায়তা প্রদানে অনিয়ম করায় মাজপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে আটঘরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান তানভীর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

চেয়ারম্যান তানভীর ইসলাম জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

তিনি আরও জানান, ১৮ অক্টোবর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে - করোনাভাইরাস চলাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির সুবিধাভোগীদের তালিকা প্রনয়নে অনিয়ম এবং তালিকার ত্রুটি সনাক্তকারী প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার আইন-২০০৯ এর ৩৪ (৪) ধারা অনুযায়ী মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আব্দুল গফুর মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

এস এ /এডিবি