ন্যাভিগেশন মেনু

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে ২০ জেলে উদ্ধার

সুন্দররবন সংলগ্ন কচিখালীতে ঝড়ের কবলে পরে একটি মাছ ধরার ট্রলার ডুবির প্রায় ১৮ ঘন্টা পর ২০ জেলেকে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টার দিকে জেলেদের উদ্ধার করা হয়। তবে এফবি সিমা-২ নামের ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়। ডুবন্ত ট্রলারের মালিকের নাম আনছার খান। তার বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এফবি বশির ট্রলারের মাঝি মো. ইব্রাহিম মাঝিসহ জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ২০ জেলে শারীরিকভাবে অসুস্থ।

এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, উদ্ধারকৃত ২০ জেলেকে ফিরিয়ে আনতে সকালে দু'টি ট্রলার সাগরে পাঠানো হয়েছে।

ওয়াই এ/ এডিবি