ন্যাভিগেশন মেনু

ফরিদপুরে চরাঞ্চলে ৫০০ পরিবারের মাঝে লেপ বিতরণ


ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলের হতদরিদ্র পাঁচশো পরিবারের মাঝে লেপ বিতরণ করছে ফরিদপুর ডেভেলমেন্ট অ্যাজেন্সি (এফডিএ) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

বুধবার (২০ জানুয়ারি) সকালে শহরতলির টেপুরাকান্দি সংস্থার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্রদের হাতে লেপ তুলে দেন ফরিদপুর অতিরিক্ত জেলা  প্রশাসক মো: আসলাম মোল্লা।

এফডিএ’র নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহিদী হাসান মিন্টু, বেনিফিসিয়ারিজ ফেন্ডশিপ ফোরামের (বিএফএফ) নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, কাজী আশরাফুল হাসান, এম এ জলিল, আসমা আক্তার মুক্তা, ডা. শামসুল হক, হাফিজুর রহমান মন্ডল, মো. আবু ছাহের আলম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এই তীব্র শীতে চরাঞ্চলের মানুষের অনেক কষ্ট হয়। শীতার্তদের পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। এফডিএ একটি মানবিক কাজ করেছে। শুধু প্রশংসা নয়, দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই বড় কাজ করা সম্ভব হবে।

এসএমএম/সিবি/এডিবি