ন্যাভিগেশন মেনু

ফরিদপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১৫৭২ পরিবার


মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই প্রতিশ্রুতির আওতায় উপহার হিসেবে দ্বিতীয় পর্যায়ে ফরিদপুরে আরও এক হাজার ৫৭২টি ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমিসহ ঘর দেওয়া হয়েছে।

রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই ভার্চুয়াল অনুষ্ঠানে ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপস্থিত থেকে জমির দলিল তুলে দেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার ও  পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন - এলজিইডি নির্বাহী প্রকৌশলী কে এম ফারুক হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আবুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, উপজেলা এলজিইডি প্রকৌশলী মো. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা।

এসএমএম/এসএ/এডিবি/